বার্তাকক্ষ ,,রেড-গ্রিন-ব্লু বা আরজিবি, গেমিং জগতে শব্দটির সঙ্গে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে কম্পিউটারের কেসিং, কি-বোর্ড ও মাউসে এ ধরনের লাইটিং ব্যবস্থা থাকে। এতদিন হার্ডওয়্যার বা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করতে হতো। শিগগিরই এ সমস্যার সমাধান হবে। উইন্ডোজ ১১তে লাইটিং নিয়ন্ত্রণের ফিচার আনতে কাজ করছে মাইক্রোসফট। খবর টেকটাইমস।
এক্সডিএ ডেভেলপারসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি গ্রাহক বা ব্যবহারকারীদের কম্পিউটার ও অন্য অনুষঙ্গের লাইট নিয়ন্ত্রণের সুবিধা আনতে কাজ করছে। নতুন ফিচারটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবার জন্য উন্মোচন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী ডেভেলপারদের জন্য ইনসাইডার বিল্ডে ফিচারটি রাখা হবে।
আরজিবি লাইট যুক্ত অধিকাংশ ডিভাইস বা অ্যাকসেসরিজে উৎপাদনকারী প্রতিষ্ঠান আলাদা সফটওয়্যার দিয়ে থাকে। এ অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা তাদের কি-বোর্ড, হেডফোনসহ অন্যান্য ডিভাইসের আরজিবি লাইট নিয়ন্ত্রণ করতে পারে। একদিক থেকে আরজিবি লাইট নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলোর এ ফিচার বেশ কার্যকর। অন্যান্য পেরিফেরালে এগুলো ব্যবহার করা যায় না। বর্তমানে কি-বোর্ডের আরজিবি নিয়ন্ত্রণে আলাদা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। যারা এ সফটওয়্যার ব্যবহারের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য মাইক্রোসফটের এ উদ্যোগ সহায়ক হবে।