উইন্ডোজ ১১-এর কিছু কি-বোর্ড শর্টকাট

0
13

বার্তাকক্ষ ,,সময়ের সঙ্গে উইন্ডোজের নতুন ভার্সনে বিভিন্ন নতুন ফিচার যুক্ত করে থাকে মাইক্রোসফট। কম্পিউটার ব্যবহারে মাউস ব্যবহার করা হলেও কি-বোর্ডের কিছু শর্টকাট ফিচারও সহায়তা করে থাকে। উইন্ডোজ ১১-এর জন্যও কিছু শর্টকাট ফিচার রয়েছে। এক্সডিএ ডেভেলপার এ সম্পর্কে জানিয়েছে। এগুলোর মধ্যে বেশকিছু উইন্ডোজ ১০ ও আগের সংস্করণগুলোতেও ছিল।
উইন্ডোজ ১১ শর্টকাট কমান্ড
শুরুতেই ব্যবহারকারীদের সাধারণ কিছু কমান্ড সম্পর্কে জানতে হবে।
কন্ট্রোল+এ (Control+A) চাপার মাধ্যমে ডিসপ্লেতে থাকা বা কম্পিউটারে থাকা সব ফাইল বা কনটেন্ট নির্বাচন করা যাবে।
কন্ট্রোল+সি বা কন্ট্রোল+ইনসার্ট (Ctrl+c) (Ctrl+Insert) চাপার মাধ্যমে কোনো নির্দিষ্ট অংশ নির্বাচন শেষে কপি করা যাবে।
কন্ট্রোল+ভি বা শিফট+ইনসার্ট (Ctrl+V) (Shift + Insert) চাপার মাধ্যমে হাইলাইট করা লেখা পেস্ট করা যাবে।
কন্ট্রোল+এক্স (Ctrl+X) চাপার মাধ্যমে কপি করা অংশ কেটে নেয়া যাবে এবং কন্ট্রোল + জেড (Ctrl+Z) চাপার মাধ্যমে কোনো লেখা বা কনটেন্ট বা ফাইলকে আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে।
কন্ট্রোল+এন (Ctrl+N) চাপার মাধ্যমে ফাইল এক্সপ্লোরার চালু থাকা অবস্থায় ফোল্ডার পাথসহ নতুন ফাইল একপ্লোরার উইন্ডো খুলবে।
Windows key+F: ডিফল্ট ব্রাউজার বিংয়ের সার্চে ‘how to get help in windows’ অপশন চালু হবে।
অল্টার+এফ৪ (Alt+F4) চাপলে কোনো অ্যাপ বা ফাইল চালু থাকলে তা বন্ধ হয়ে যাবে।
অল্টার+ট্যাব Alt+Tab খোলা অ্যাপ বা উইন্ডোর মধ্যে অদলবদল করবে।
Shift+Delete : বাছাইকৃত আইটেম একেবারেই মুছে ফেলবে (ফাইল রিসাইকল বিনে যাবে না)।
Windows key অথবা Ctrl+Esc চাপার মাধ্যমে স্টার্ট মেন্যু সামনে আসবে।
Windows key+X কি প্রেস করলে গোপন বা সচরাচর সামনে না আসা স্টার্ট মেনু চলে আসবে।
Windows key+T: টাস্কবারের বিভিন্ন অ্যাপ হাইলাইট করবে (পিন করা অ্যাপ’সহ।)
Windows key+ (Number): টাস্কবারে (নাম্বার) অবস্থানে পিন করা অ্যাপ খুলবে। উদাহরণ হিসেবে, যদি ব্যবহারকারীর টাস্কবারের প্রথম অবস্থানে ‘এজ’ অ্যাপ পিন করা থাকলে তিনি ‘Windows+1’ বাটনে ক্লিক করলে সেটি খুলবে। আর অ্যাপটি এরই মধ্যে খোলা থাকলে নতুন করে বা নতুন উইন্ডো হিসেবে খুলবে
Windows key+Alt+[Number]: টাস্কবারে (নম্বর) অবস্থানে পিন করা অ্যাপটির জন্য ‘রাইট-ক্লিক’ মেনু খুলবে।
স্ক্রিনশট নেয়া
PrtScn: গোটা স্ক্রিনের স্ক্রিনশট নেবে ও ক্লিপবোর্ডে সংরক্ষণ করবে।
Windows key+PrtScn: গোটা স্ক্রিনের স্ক্রিনশট নেবে ও কম্পিউটারে সংরক্ষণ করবে।