উড়ন্ত ট্যাক্সিতে চড়ার সুযোগ পাচ্ছেন দুবাইর বাসিন্দারা?

0
12

সিট বেল্টটা বাঁধুন, আকাশে উড়ুন আর মন উজাড় করে উপভোগ করুন উড়ন্ত ট্যাক্সির রোমাঞ্চ। দুবাইর বাসিন্দাদের জন্য সেই দিন আসতে চলেছে বলেই দাবি করা হয়েছে খালিজ টাইমসের এক প্রতিবেদনে।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাখতুম এই প্রকল্পে অনুমোদন দিয়েছেন। তিনি উড়ন্ত ট্যাক্সি স্টেশনের নকশার অনুমোদনও দিয়েছেন।ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের আগে এই প্রকল্প চালু করা হল। এ উপলক্ষে দর্শনার্থীরা এয়ার ট্যাক্সিতে চলার স্বাদও নিতে পারবেন। এই এয়ার ট্যাক্সি উপরে প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে পারবে।
রেসিং কারের আদলে বানানো হয়েছে এই উড়ন্ত ট্যাক্সির আসনগুলো। নিয়ন্ত্রণের জন্য আছে একটি গিয়ার। তাছাড়াও থাকছে ড্যাশবোর্ড। যেখানে ঊচ্চতাসহ নানা বিষয় দেখা যাবে।
সূত্র: খালিজ টাইমস