উদারতাকে কখনো দুর্বলতা মনে করবেন না

0
18

বার্তাকক্ষ ,,আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এটি তার উদারতা। কিন্তু উদারতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। কারণ আওয়ামী-লীগ মাঠে রাজনীতি করে আজ ক্ষমতায়। তারা ঘরে বসে রাজনীতি করে না বলে দাবি করেছেন দলের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ স্মৃতি ফলকের পাদদেশে পৌর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা জানান।
তারানা হালিম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশে জঙ্গিবাদ, জিএমবি, হিজবুত তাহেরি, আনছার উল্লা বাংলাটিমের উত্থান ঘটিয়েছিল। তখন দেশে লুণ্ঠন, ধর্ষণসহ অনেক অরাজকতা হয়েছে। তারা ১৩৪ জনকে পুড়িয়ে মেরেছে এবং ৩০০ জনকে অগ্নিদগ্ধ করেছে। কাজেই তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। তারা অগ্নি সন্ত্রাসে রাজা। উপয়ে ক্ষমতায় আসতে দেশের মানুষকে আবারো আগুনে পুড়িয়ে মারতে পারে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।