বার্তাকক্ষ ,,রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেখানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয় আজ বুধবার (৮ মার্চ)। তবে উদ্ধারকাজ থমকে আছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সেনাবাহিনী এবং বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা পরামর্শ দিলে আবার কাজ শুরু হবে।ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্স) সঙ্গে কথা হয়েছে। তিনি তাদের উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা এখানে আসবেন। পরবর্তী নির্দেশনা দেবেন। এখনও উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা আসলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে।তিনি জানান, ফায়ার সার্ভিস ধারাবাহিকভাবে আশেপাশে এখনও কাজ করছে৷ আমরাও আমাদের নিরাপত্তার কাজ জোরদার করেছি। যে যে সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আপনারা জানেন এখানে একটি আর্থিক প্রতিষ্ঠান আছে। ব্র্যাক ব্যাংকের দোতালা থেকে চার তলা পর্যন্ত যে শাখা রয়েছে, তাদের টাকাপয়সা ও মূল্যবান কোনও সামগ্রী যদি থাকে, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা তাদের মতো কাজ করছে।
বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে থমকে আছে উদ্ধারকাজ (ছবি: নাসিরুল ইসলাম)বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে থমকে আছে উদ্ধারকাজ (ছবি: নাসিরুল ইসলাম)
তিনি জানান, জাতীয় কমিটির সদস্য সংখ্যা এবং নাম জানা যায়নি। ইতোমধ্যেই পর্যবেক্ষণ কার্যক্রমে কী কী সরঞ্জাম প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি সে বিষয়ে সরেজমিনে ফায়ার সার্ভিসকে নিয়ে কাজ শুরু করবে। এখনও কিছু আত্মীয়-স্বজন তাদের নিখোঁজ স্বজনদের কথা জানিয়েছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ীর কথা বারবার বলা হচ্ছে। ফায়ার সার্ভিস যদি তাদের অপারেশন পুরোপুরি শুরু করতে পারে এবং ধ্বংসস্তূপ সরাতে পারে, তখন সেখানে কেউ আটকা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর পর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বুধবার সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার কাজ শুরু করেছে।