উদ্ভট পোশাকে মানামি

0
11

বার্তাকক্ষ ,,পরনে তার ধূসর মেটালিক করসেট টপ, সঙ্গে কাঁচের মতো সিক্যুইন বসানো স্কার্ট। শহরের এক অনুষ্ঠানে এমনই উদ্ভট পোশাকে ধরা দিলেন অভিনেত্রী মানামী ঘোষ। করসেট এমনই ধাঁচের যে নায়িকাকে দেখে কেউ সায়েন্স ফিকশন ছবির চরিত্রও ভাবতে পারেন। এই সাজ দেখে অবাক তার অনুরাগীরা। এ কেমন ধরনের পোশাক! অনেকে আবার মন্তব্য করেছেন, মানামী তো আমাদের টলিউডের উরফি জাভেদ।