Sunday, December 3, 2023
Homeরাজনীতিএই তফসিলের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এই তফসিলের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

প্রতিদিনের ডেস্ক॥ দলীয় সরকারের অধীনে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, এই তফসিল আমরা মানি না। জনগণ আওয়ামী লীগের পক্ষে নেই। এই তফসিলের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণ এই তফসিল মানে না।শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয় নগর পানির ট্যাঙ্কি মোড় ঘুরে পুনরায় বায়তুল মোকাররমের উত্তরগেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এসময় ঢাকা দক্ষিণের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই । তফসিলের পর আওয়ামী সরকার আননন্দ মিছিল করছে এতেই বোঝা যায় এটা প্রহসনের নির্বাচন। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই। আপনারা আওয়ামী কর্মীদের কন্ট্রোল করতে পারেন নাই, তারা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে। এই তফসিল আমরা মানি না।
সভাপতির বক্তব্যে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। অবৈধ সরকারের নীল নকশার এই তফসিল বাতিলের দাবিতে আমাদের আন্দোলন। এই তফসিল আমরা মানি না।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মোসাদ্দিক বিল্লাহ বলেন, মাজা ভাঙা নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করছে এই তফসিলকে আমরা ঘৃণা করি। এই কমিশনের পদত্যাগ চাই। কোনো সরকার স্থায়ীভাবে ক্ষমতা থাকতে পারেনি আপনারাও পারবেন না। আপনি (প্রধানমন্ত্রী) নিরপেক্ষ ভোট দিয়ে দেখুন দেখা যাবে আপনি কত ভোট পান।
তিনি বলেন, আপনি সন্মান নিয়ে ক্ষমতা ছাড়েন। না হয় তফসিল বাতিল ঘোষণা করে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।
এছাড়া যারা বিরোধী দল তফসিল বাতিলের দাবিতে কর্মসূচি করবে তাদের প্রতিবাদ করতে দিন। সুতরাং আমাদের দাবি এক দফা, এক শেখ হাসিনার পদত্যাগ।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আ.লীগের চিঠি

প্রতিদিনের ডেস্ক ঝালকাঠি-১ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে রিটার্নিং...

১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ

প্রতিদিনের ডেস্ক আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের...