‘একটা সময় অনুভব করি গৎবাঁধা কাজ করা উচিত হচ্ছে না’

0
12

বার্তাকক্ষ ,,কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর উদ্‌যাপন উপলক্ষে আমন্ত্রিত হয়ে পারফর্ম করেন। এবারের সফরে এসে মানবজমিন-এর মুখোমুখি হন তিনি। দীর্ঘ আলাপচারিতায় নানা বিষয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। কেমন আছেন? ঋতুপর্ণা বলেন, ভালো থাকি কি করে! কোরিওগ্রাফার মাসুম বাবুল ও চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর মৃত্যুর খবরে আমি মর্মাহত। যদিও আমি শাবানা ম্যাডামের ‘স্বামী কেন আসামি’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অভিনয় করি। কিন্তু অনেকেরই অজানা যে মিন্টু ভাই প্রথম বাংলাদেশ থেকে আমার বাবার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে এদেশের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে মাসুম বাবুলের নির্দেশনায় বাংলাদেশ এবং ভারতের অসংখ্য সিনেমায় কাজ করি। উনি আমাকে ম্যাজিক গার্ল বলে ডাকতেন। এই মুহূর্তে নায়ক মান্না ভাই ও ফাইট ডিরেক্টর মোসলেম ভাইয়ের কথা মনে পড়ছে।
আজ তারা পৃথিবীতে নেই, কিন্তু তাদের কর্ম আজও তাদের কথা মনে করিয়ে দেয়। প্রসেনজিৎ ও আপনি দীর্ঘদিন জুটি বেঁধে কলকাতার সিনেমায় অভিনয় থেকে বিরত ছিলেন। এর কারণ কি? ঋতুপর্ণা বলেন, আমরা জুটি ছিলাম। আমাদের ছবির জন্য দর্শক উন্মুখ হয়ে থাকতো। তবে একটা সময় অনুভব করলাম গৎবাঁধা কাজ করা উচিত হচ্ছে না। তাই মাঝখানে বিরতি নিলাম। অচিরেই আমার আর বুম্বাদার ৩০তম ছবির ঘোষণা আসছে। ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য্য তো ধরতেই হয়। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? এ নায়িকা বলেন, ঢাকায় আমার তিন সিনেমার কাজ হচ্ছে। কলকাতায় বেশকিছু সিনেমার কাজ করেছি। এসব ছবি সামনে মুক্তি পাবে। হিন্দি সিনেমায়ও ব্যস্ততা রয়েছে। এরমধ্যে দীপক তেজুরি পুনরায় আমার সঙ্গে জুটি বেঁধে কামব্যাক করছেন একটি সিনেমায়।