বার্তাকক্ষ
স্মার্টওয়াচটিতে রয়েছে স্প্লিট স্ক্রিন ফিচার। হোম স্ক্রীনে সরাসরি সোয়াইপ করার পরেই সেটিংস এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও এতে আপনি অনেক ওয়াচফেস পেয়ে যাবেন। যা আপনি অ্যাপের মাধ্যমে নিজের পছন্দমতো পাল্টে নিতে পারেন। স্মার্টওয়াচটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই সাপোর্ট করবে।
ঘড়িটিতে সেওয়া হয়েছে ম্যারাথন ব্যাটারি লাইফ। যা একবার পুরো চার্জ হলে ১৫ দিন পর্যন্ত টানা ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটি কালো, নীল এবং বারগান্ডি তিনটি রঙে কিনতে পারবেন। যার দাম থাকছে ভারতীয় বাজারে ১ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৬০০ টাকা। স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং গিজমোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
সূত্র: গিজমোচায়না
