Friday, June 9, 2023
Homeখেলাএক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ফাহাদের চমক

এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ফাহাদের চমক

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
সকালে ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরো নভেন্দ্রা। বিকেলে ভারতের গ্র্যান্ডমাস্টার স্বয়ম মিশ্র। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার (জিএম) দাবা টুর্নামেন্টে দুজনই আজ হেরেছেন।
হারতেই পারেন। এ আর এমন কী! কিন্তু দুজন হেরেছেন একই দাবাড়ুর কাছে, যাঁর নাম ফাহাদ রহমান। একই দিনে দুই ভিনদেশি গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার (আইএম) রীতিমতো সাড়া ফেলেছেন ভিয়েতনামের টুর্নামেন্টে।
বাংলাদেশের একজন আইএমের পক্ষে একই দিনে ভিনদেশি দুজন জিএমকে হারানো সহজ নয় মোটেও। তবে দারুণ ছন্দে থাকা ফাহাদ কঠিন কাজটাই করে দেখিয়েছেন। এর আগে গ্র্যান্ডমাস্টারদের হারিয়েছেন বিভিন্ন টুর্নামেন্টে। তবে এক দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারানোর অভিজ্ঞতা তাঁর প্রথম।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জানালেন, আইএম হিসেবে কলকাতায় এক টুর্নামেন্টে একই দিনে তিনি দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন। যাঁর একজন বাংলাদেশের জিয়াউর রহমান, অন্যজন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার। তবে একজন দাবাড়ুর জীবনে এমন দিন আসে কালেভদ্রে।
ভিয়েতনামে আজ তৃতীয় রাউন্ডে ফাহাদ ৬৪ চালে হারান ২৫০৪ রেটিংধারী ইন্দোনেশিয়ার জিএমকে। এরপর ৪৬ চালে তাঁর শিকার ২৪৮৬ রেটিংয়ের মিশ্র। এর আগে প্রথম রাউন্ডে ফাহাদ ড্র করেন সিঙ্গাপুরের আইএম সিদ্ধার্থ জগদ্বিশকে। দ্বিতীয় রাউন্ডে জেতেন রাশিয়ার আইএম সেক কনস্টেন্টাইনের সঙ্গে।
চার ম্যাচে ফাহাদের পয়েন্ট সাড়ে ৩। নিজের কাঙ্ক্ষিত প্রথম জিএম নর্ম পেতে দরকার ৯ ম্যাচে ৭ পয়েন্ট। হ্যানয় থেকে ফোনে ফাহাদ প্রথম আলোকে বলেছেন, ‘টুর্নামেন্টে এককভাবে শীর্ষে আছি। এই অগ্রগামিতা ধরে রেখে জিএম নর্ম নিয়ে দেশে ফিরতে চাই। টুর্নামেন্টে বাকি পাঁচ ম্যাচে আর একজন গ্র্যান্ডমাস্টার পাব। অন্য চার ম্যাচে দুজন আইএম, একজন নারী গ্র্যান্ডমাস্টার এবং একজন ক্যান্ডিডেট মাস্টার পাব। তাই আমি আশাবাদী।’
২০১৯ সালে আইএম হওয়ার পর এখনো কোনো জিএম নর্ম করতে পারেননি ফাহাদ। নর্মের খোঁজে কদিন আগেই ইউরোপে দুটি দেশে খেলে এসেছেন। এরপর ঢাকায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে পেয়েছেন বিশ্বকাপে টিকিট। এখন ভিয়েতনামে আছেন জিএম নর্মের আশায়। ছন্দটা ধরে রাখতে পারলে হয়তোবা এবার ভাগ্যে শিঁকে ছিড়তে পারে ফাহাদের। একই দিনের দুই জিএমের বিপক্ষে জয় ফাহাদকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
২৩৯৬ রেটিংধারী ফাহাদ ফোনে বলছিলেন, ‘প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের যে আইএমের সঙ্গে ড্র করেছিলাম, সে আজ মজা করে বলছিল, “তোমার সঙ্গে প্রথম রাউন্ডে পড়েছি বলে ভালো হয়েছে। নইলে তো তুমি আমাকে হারিয়ে দিতে।” আমি আগের চেয়েও এখন বেশি আত্মবিশ্বাসী।’

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মেসির এক ঘোষণায় মিয়ামির টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ!

বার্তাকক্ষ বার্সেলোনায় নয়, নয় সৌদি ক্লাব আল হিলালে। সবাইকে চমকে দিয়ে লিওনেল মেসি নাম লেখাচ্ছেন...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে বিপদে ভারত

বার্তাকক্ষ দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া গড়েছে রানপাহাড়। জবাব দিতে নেমে বিপদে ভারত। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে...

বাগদান সম্পন্ন, হাসান মাহমুদের বিয়ে শুক্রবার

বার্তাকক্ষ বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। আগামীকাল শুক্রবার (৯ জুন)...