Sunday, May 28, 2023
Homeখেলাএবার আর ‘ভুল’ করতে চায় না বাংলাদেশ

এবার আর ‘ভুল’ করতে চায় না বাংলাদেশ

Published on

সাম্প্রতিক সংবাদ

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরুক

অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার খবর পুরনো। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা...

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...

বার্তাকক্ষ
ঘরের মাঠে বাংলাদেশের সাথে কুলিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। এই সেদিন মানে গত এপ্রিলের প্রথম সপ্তাহে টাইগারদের দুর্দান্ত টিম পারফরম্যান্সের কাছে চরমভাবে পর্যুদস্ত হয়ে দেশে ফিরে গেছে আইরিশরা।
কিন্তু আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচে কি টাইগারদের যাত্রা পথ ততটা মসৃণ থাকবে? ইতিহাসকে মানদণ্ড ধরলে বলতে হবে, না। আফগানদের সঙ্গে টাইগাররা অত সহজে পেরে উঠবে বলে মনে হয় না।
কারণ ৪ বছর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে চরম ভরাডুবি ঘটেছিল টাইগারদের। ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল।
আফগানরা প্রথম ইনিংসে ৩৪২ আর পরেরবার ২৬০ রান করলেও বাংলাদেশ এক ইনিংসেও তাদের ধারেকাছে যেতে পারেনি। প্রথম ইনিংসে ২০৫ আর পরের বার ১৭৩ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে বসে।
রশিদ খান একাই টাইগারবধের নায়ক বনেছিলেন। নাহ, শুধু লেগস্পিনের বিষাক্ত ছোবলে নয়। সঙ্গে ব্যাট হাতেও দারুণ খেলেছিলেন রশিদ। প্রথম ইনিংসে ৫১ আর পরেরবার ২৪ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে ১১ উইকেট (৫/৫৫, ৬/৪৯) শিকার করে বাংলাদেশের বারোটা বাজিয়ে ছাড়েন এ আফগান অলরাউন্ডার।এবার সেই আফগানরা আরও শাণিত। কারণ প্রায় সবাই আইপিএল খেলে আসছেন। তাদের বিপক্ষে দল সাজানো কাজটা সহজ নয়। তবে নির্বাচক হাবিবুল বাশারের কথা শুনে মনে হলো, তারা আগের চেয়ে সাহসী। ভেতরে আস্থাও বেশি।
বাশারের অনুভব, ‘আগের চেয়ে দল অনেক বেশি আত্মবিশ্বাসী। আস্থাটাও বেশি। ক্রিকেটার নির্বাচন বা দল সাজানোর সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমার মনে হয়, আমরা এখন অনেক কনফিডেন্ট টিম।’
আফগানিস্তানকে খুব ভালো দল অভিহিত করে বাশার বলেন, ‘আফগানদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলিনি। হেরেছিলাম। তবে এবারের ম্যাচটাতে ডেফিনেটলি ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি কনফিডেন্ট। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’
দলে কোন নতুন মুখ বা চমক থাকবে কিনা? জানতে চাওয়া নির্বাচক বাশারের জবাব, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব ডেফিনিটলি যে দলটা জিততে পারে। বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে দলটা করব।’

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মেসির বাঁ পা নয়, রোনালদোর ডান পা চান হাল্যান্ড

বার্তাকক্ষ ইংল্যান্ডে পা রেখে নিজের জাত চেনাতে দেরি করেননি আর্লিং হাল্যান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথম...

আরভিনের ১৯৫, দাহানির ১০ ওভারে ১০৫!

বার্তাকক্ষ চার্লস কভেন্ট্রির কথা নিশ্চয়ই মনে আছে। জিম্বাবুয়ের ওপেনার ২০০৯ সালের আগস্টে বাংলাদেশের বিপক্ষে ১৬...

মোহিত-গিলে মুম্বাইকে উড়িয়ে ফাইনালে গুজরাট

বার্তাকক্ষ আইপিএলের এবারের আসর জুড়ে ভালো খেলা গুজরাট টাইটান্স ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্ত প্রথম...