বার্তাকক্ষ ,,কাজাখস্তানের আস্তানায় চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। শনিবার সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানব।৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লিখিয়েছেন ইমরানুর রহমান। আজ বিকেল ৬.৪০ মিনিটে ইমরানুর রহমান সেমিফাইনাল খেলতে ট্র্যাকে নামবেন।
এর আগে শুক্রবার মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছেন।উল্লেখ্য ইমরানুর রহমানের ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম অংশ নিলেন শিরিন আক্তার। যাওয়ার আগে তিনি নিজ উদ্যোগে অনুশীলন করেছেন।