এশিয়া কাপ খেলতে রাতে চাইনিজ তাইপে যাচ্ছেন তীরন্দাজরা

0
14

বার্তাকক্ষ ,,১৬ মার্চ চাইনিজ তাইপেতে শুরু হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের ৯ সদস্যের দল। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের নেতৃত্বে সোমবার রাত দেড়টায় চাইনিজ তাইপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ আরচারি দল।
১০ ইভেন্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নেবে ৭ টিতে। সেগুলো হচ্ছে- রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।
বুধবার টুর্নামেন্টের টিম ম্যানেজার্স মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাক্টিস অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হবে কোয়ালিফিকেশন রাউন্ড।
বাংলাদেশ দল
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।
মো. আয়নাল হক স্বপন: টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক: প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান: প্রশিক্ষক।