ফুলবাড়ীগেট প্রতিনিধি :
নগরীর খানজাহান আলী থানার আফিলগেট বাইপাসে ট্রাকের ধাক্কায় এসআই আব্দুল হক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালকের ২ হেলপার (সহকারী) আটক হয়েছে। শুক্রবার রাতে র্যাব-৬ তাদেরকে আটক করেছে।
অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ফুলতলার উত্তর আলকা থেকে ট্রাকের চালকের হেলপার (সহকারী) ইমরান হাওলাদার ও ইমন মোল্লাকে আটক করা হয়।
এর আগে ৮ সেপ্টেম্বর খানজাহান আলী থানার এসআই ইসতিয়াক আহম্মেদ ঘাতক ট্রাকের চালক মিজানুর রহমান, হেলপার (সহকারী) ইমরান হাওলাদার ও ইমন মোল্যাকে আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, র্যাবের কাছে আটক হওয়া ট্রাক চালকের ২ সহকারীকে (হেলপার) শুক্রবার খানজাহান আলী থানায় হস্তান্তর করে র্যাব। তাদেরকে ওই দিনই আদালতে পাঠানো হয়। আদালতে ঘাতক ট্রাক চালকের হেলপার (সহকারী) ইমন মোল্লা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে বলেছে, ট্রাকের হেড লাইট একটা বন্ধ ছিলো, অন্যটির আলো কম থাকায় তারা ঠিকমতো দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের পোষাক দেখে ট্রাকটি রেখে পালিয়ে যায় তারা।
এদিকে, ট্রাক চালক মিজানুর রহমান পলাতক রয়েছে। গত ৭ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে আফিলগেটের বাইপাসে ‘পেট্রোল ডিউটি’ করাকালীন রাত ১২টায় বিকেএসপির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এসআই আব্দুল হক নিহত হন।