Friday, June 9, 2023
Homeআইটিএসি ছাড়াই গাড়ির ভেতর ঠান্ডা থাকবে যেভাবে

এসি ছাড়াই গাড়ির ভেতর ঠান্ডা থাকবে যেভাবে

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
কাঠফাটা রোদে জীবন অতিষ্ঠ। ঘরের বাইরে যাওয়ার উপায় নেই। আবহাওয়া ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। কোথাও কোথাও আবার ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকছে। বাড়িতে গাড়িতে এসি চালিয়েও গরমের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। আবার খরচের দিকটাও ভাবতে হচ্ছে।
তবে এসি না চালিয়েও গাড়ির ভেতরটা ঠান্ডা রাখতে পারবেন। এজন্য জানা দরকার কয়েকটি কৌশল। চলুন জেনে নেওয়া যাক সেসব-
>> ইঞ্জিন কুল্যান্ট বদলে ফেলুন। অপর্যাপ্ত কুল্যান্ট থাকলে গাড়ির ইঞ্জিন রেডিয়েটর গরম হয়ে যেতে পারে। গাড়ির বনেট থেকে বেরোতে পারে ধোঁয়া। ইঞ্জিন গরম হলে গাড়ির কেবিনও উত্তপ্ত হতে শুরু করে। তাই গ্রীষ্মকালে ইঞ্জিন কুল্যান্ট চেক করুন। প্রয়োজনে সেটি বদলে নিন। বলা হয়, গাড়ির বয়স ৩ বছরের বেশি হলে কুল্যান্ট বদলানো জরুরি। এই কাজটি করার সময় কোনো লিক রয়েছে কি না তাও যাচাই করুন।
>> এসি ফিল্টার পরিষ্কার করুন। এসি ইউনিট সুরক্ষিত রাখার জন্য কম্প্রেসার অয়েল নিয়মিত টপ আপ করে নিন। প্রয়োজনে দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নিন।
>> গাড়িতে ভালো মানের পলিশ বা ওয়াক্সিং ব্যবহার করতে পারেন। কারণ এই ধরনের পেইন্টে সূর্যের তাপ প্রতিফলিত হয়। এতে থাকে এক ধরনের মোমের স্তর। যা গাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
>> ছায়ায় গাড়ি পার্ক করুন। কিংবা এমন জায়গায় গাড়ি পার্ক করার চেষ্টা করুন যেখানে সূর্যের আলো সরাসরি আপনার গাড়ির উপর না পড়ে। এর পাশাপাশি গাড়ির কেবিন যাতে ঠান্ডা থাকে তার জন্য গাড়ির জানালাগুলিকে কিছুটা নিচে রাখুন। এর ফলে কেবিনের মধ্য দিয়ে হাওয়া যাতায়াত করতে পারবে এবং ভেতরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
>> গাড়ির টায়ারের প্রেশার চেক করুন। অনেকেই গাড়ির অন্যান্য বিষয়ে মানুষ যতটা যত্নশীল ঠিক ততই উদাসীন গাড়ির টায়ার নিয়ে। টায়ার প্রেশার মনিটর না করলে গাড়ির তাপমাত্রা বাড়তে পারে। সবচেয়ে জরুরি অত্যধিক তাপের ফলে ফাটতে পারে চাকা। এবড়ো খেবড়ো রাস্তার নরম রাবার ক্ষতি হতে পারে। তাই গ্রীষ্মকালে গাড়ির টায়ার মনিটরিং সিস্টেম ঠিক রাখা জরুরি।
>> নিয়মিত গাড়ি পরিষ্কার করুন পানি দিয়ে। এতে একদিকে যেমন গাড়ির বাহ্যিক সুন্দর চকচকে থাকবে তেমনি ভেতরেও থাকবে ঠান্ডা।
>> ইউভি প্রতিরক্ষামূলক উইন্ডো টিন্টস ব্যবহার করতে পারেন। উইন্ডো টিন্ট ৯৯.৯ শতাংশ ইউভি রশ্মি প্রতিফলিত করতে পারে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো

বার্তাকক্ষ দৈনন্দিন নানা কাজের পাশাপাশি পেশাদার কাজের ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাপটপের ব্যবহার বেড়েছে। গ্রাহকদের কাজের ধরন...

নতুন ক্রেতা টানতে অ্যাপলের ম্যাকবুক এয়ার

বার্তাকক্ষ ল্যাপটপের প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য ৩৮ সেন্টিমিটার ম্যাকবুক উন্মুক্ত করেছে অ্যাপল।...

জার্মানিতে কারখানা স্থাপন করছে টিএসএমসি

বার্তাকক্ষ ইউরোপ তথা জার্মানিতে প্রথম কারখানা স্থাপনে আশাবাদী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। সম্প্রতি দেয়া...