‘ওভারট্রাম্প’ মুক্তি পাচ্ছে আজ

0
11

বার্তাকক্ষ ,,চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। মূলত ছোট পর্দায় তার ব্যস্ততা। তবে প্রথমবার কাজ করলেন ওয়েব সিরিজে। নাম ‘ওভারট্রাম্প। অন্যদিকে ৬ পর্বের সিরিজটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। কারণ এই সিরিজে ব্যতিক্রমী চরিত্রে আছেন তিনিও। ‘ওভারট্রাম্প’ নির্মাণ করেছেন বাশার জর্জিস। আজ চরকিতে মুক্তি পাচ্ছে এ সিরিজ। এর অন্যতম প্রধান ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী। কোনো সিরিজে চঞ্চলের সঙ্গে এটি মাহি ও ভাবনার প্রথম কাজ।
এ ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ। নিজের প্রথম ওয়েব প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান মাহি। প্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে আনন্দিত তিনি। ডার্ক কমেডি ধাঁচের সিরিজটিতে নতুন রূপে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী।