নিজস্ব প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া রাজাপুর গ্রামে ওষুধের মুটকি গলায় আটকে শিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় স্থানীয় খালিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এই গ্রামের শাহাজান মোল্লার ছেলে শিয়াম ঘরের ভেতর একা খেলা করছিল। শিশু শিয়ামের মা কাপড় পরিস্কার করার জন্য বাড়ির পাশে পুকুরে ছিলেন। এসময় শিয়াম ঘরের ভেতরে খেলার সময় একটি ওষুধের মুটকি কুড়িয়ে পেয়ে গিলে ফেলে। পরে ঘরে ঢুকে তার মা শিশুকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন।