বার্তাকক্ষ
চলতি প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। এরইমধ্যে ‘হিট’ তকমা পেয়েছেন তিনি। ‘দহন’ ‘পোড়ামন টু’, ‘পরাণ’, ‘দামাল’ ছবিগুলোর সাফল্য তাকে এ অবস্থানে এনে দিয়েছে। পাশাপাশি ওয়েবে তার কাজও দারুণভাবে প্রশংসিত হয়েছে। এদিকে গত বছরের সবচাইতে আলোচিত ও ব্যবসা সফল ছবি ছিল ‘পরাণ’। এ ছবির পর রাফির কাছ থেকে কি আসছে সেটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। মধ্যে শোনা গেছে, শাকিব খানকে নিয়ে ছবি বানাবেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে সেটি আর হয়নি। অনেক গুঞ্জনের পর রাফি ঘোষণা দেন ‘সুড়ঙ্গ’ নির্মাণের। আর এ ছবির মাধ্যমে আসছে ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার ম্যাজিকম্যান আফরান নিশোর।
অনেকদিন ধরেই এ অভিনেতার সিনেমার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা।
অবশেষে রাফি তাকে ‘সুড়ঙ্গ’র মাধ্যমে অন্য এক রূপে হাজির করছেন, যেটা কেউ কখনো দেখেননি- এমনই দাবি পরিচালকের। আর এ ছবিতে নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। এরইমধ্যে ছবির পোস্টার, টিজার ও নিশো-নুসরাত ফারিয়ার পারফর্ম করা ‘টাকা’ গানটি বেশ আলোচিত হয়েছে। সবমিলিয়ে এবার ঈদে ‘সুড়ঙ্গ’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। দর্শকদের সেই প্রত্যাশা আসলে কতোটুকু পূরণ হবে? রায়হান রাফি বলেন, এ ছবিতে এমন কিছু রয়েছে যা প্রথম। যেমন- নিশো ভাইয়ের প্রথম সিনেমা, আমার ও নিশো ভাইয়ের প্রথম কাজ, প্রযোজকদের সঙ্গে আমাদের প্রথম কাজ। সেরকম একটি প্ল্যানিং ছিল বলেই নিশো ভাই এখানে কাজ করেছেন।
আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী সব করতে পেরেছি। শুধুমাত্র ছবির শুটিংয়ের জন্য ‘সুড়ঙ্গ’ তৈরি করতেই এক মাস লেগেছে আমাদের। তাছাড়া গল্প কিংবা চরিত্রগুলো সম্পর্কে সেভাবে কিছু প্রকাশ করছি না। দর্শকরা যেন একেবারে হলে গিয়েই উপভোগ করতে পারেন। সব মিলিয়ে আমরা কতোটা পরিশ্রম করেছি সেটা ছবিটি দেখলেই দর্শক বুঝবে। শাকিবের ‘প্রিয়তমা’ও এই ঈদে মুক্তি পাচ্ছে। এরইমধ্যে শাকিব খান ও আফরান নিশো ভক্তদের মাঝে উন্মাদনা কাজ করছে। একে অপরকে নিয়ে নানা কথাও বলছেন তারা। এটাকে কীভাবে দেখছেন? রায়হান রাফি বলেন, এটা কিন্তু ভক্তদের মধ্যে হচ্ছে। আমাদের সম্পর্ক কিন্তু ঠিকই আছে। আমি অনুরোধ করবো, উন্মাদনা থাকুক, কাদা ছোড়াছুড়ি না হোক। আর যত ভালো সিনেমা আসবে তত ইন্ডাস্ট্রির জন্য ভালো।
