এ কে আজাদ, কপিলমুনি
কপিলমুনিতে ইজিবাইকের ধাক্কায় সামিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরব ঘাটা সংলগ্ন সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। শিশু সামিন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্ৰামের ইসলাম আলীর পুত্র। ঘটনার পর আহত শিশু সামিনকে কপিলমুনি হাসপাতালে নেয়া হয় এ সময় কর্তব্যরত ডাক্তার জানান রাস্তায় আসার পথে সে মারা গেছে। এ খবর শুনেই আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালে আগত মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিকে দুর্ঘটনার পর উপস্থিত জনতা কুদ্দুস নামে ওই চালকসহ ইজিবাইকটিকে আটকে রাখলেও পরে নিকটবর্তী প্রতাকাটী গ্ৰামে বাড়ি হওয়ায় তাকে ছেড়ে দেয়। নিহতের নানা সোহরাব গাজী জানান, মামার বিয়েতে সামিন আমাদের বাড়ি বেড়াতে আসে। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় পড়ে গেলে শিশু সামিনের মাথার উপর দিয়ে চাকা গিয়ে থেঁতলে যায়। এসময় রক্তাক্ত অবস্থায় সামিনকে উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু সামিন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি শুনে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কাওছার আলী জোয়ারদার, মেম্বার মোস্তাফিজুর রহমান মিন্টু ও ছাত্রলীগের মোঃ খায়রুল ইসলাম হাসপাতালে এসে শোক প্রকাশ করেন।
