বার্তাকক্ষ
পিটার হ্যান্ডসকম্বকে ফিরিয়ে কপিল দেবের পাশে বসেন রবিচন্দ্রন অশ্বিন। অ্যালেক্স ক্যারিকে এলবিডব্লিউ করে ভারতের লিজেন্ডারি বোলারকে টপকে গেলেন এই স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ভারতের তৃতীয় শীর্ষ উইকেটশিকারি এখন তিনি। ক্যারির উইকেটটি ছিল অশ্বিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬৮৮তম। ৩৪৭তম ইনিংসে তিনি পেছনে ফেলেন কপিলকে (৬৮৭)। হলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন তিন উইকেট নেন অশ্বিন। সফরকারীরা অলআউট হয় ১৯৭ রানে। হ্যান্ডসকম্ব ও ক্যারির সঙ্গে নাথান লিয়নের উইকেট পান এই অফস্পিনার। বর্তমানে তার উইকেটসংখ্যা ৬৮৯টি। সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় অশ্বিনের উপরে আছেন কেবল অনিল কুম্বলে (৯৫৩) ও হরভজন সিং (৭০৭)। ১৭১ টেস্ট ইনিংসে অশ্বিন ২৩.৯৩ গড়ে ৪৬৬ উইকেট নেন। ৬৫ টি-টোয়েন্টিতে ৭২টি এবং ওয়ানডেতে ১৫১ উইকেট। অশ্বিনের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের বেশি লিড নিতে পারেনি। চার ম্যাচের টেস্ট সিরিজ এরই মধ্যে ২-০ তে এগিয়ে থেকে নিশ্চিত করে রেখেছে ভারত। আর একটি জয় পেলেই ৭ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাবে তারা।