প্রতিদিনের ডেস্ক॥গত কয়েক দিনে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর লাগাতার হরতাল-অবরোধের মধ্যেও সিডিউল মেনেই চলছিল ট্রেন। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে নিয়মিত সিডিউল ধরে রাখতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। এই দুই দিনে কোনও ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশনে আসেনি এবং কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি কোনও ট্রেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে কমলাপুরে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকায় যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। এতে স্টেশনে আসা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
সকালে নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা, রাজশাহী কমিউটারসহ ১২ জোড়া ট্রেনই কমলাপুর ছেড়ে গেছে নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পরে।
অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী মাহদী হাসান জানান, দুপুর ১২টায় অগ্নিবীণা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ১টাও ছাড়েনি।
তিনি বলেন, ‘পরিবার নিয়ে প্লাটফর্মে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ ধরে। কখন ট্রেন ছাড়বে তা জানলেও কোথাও গিয়ে বসা যেতো।’
এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেনগুলো ঢাকায় ফিরতে বিলম্ব হওয়ায় ছেড়ে যেতেও দেরি হচ্ছে। এছাড়া স্টেশনের প্রবেশমুখে টেকনিক্যাল সমস্যার কারণে কয়েকটি ট্রেন দেরিতে ছাড়তে হয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘মূলত ঢাকার বাইরে থেকে ট্রেনগুলো দেরিতে আসাতেই ছাড়তে দেরি হচ্ছে। এছাড়া গতকাল থেকে স্টেশনের প্রবেশমুখে কিছু কারিগরি ত্রুটি ধরা পড়েছে। ত্রুটি সারানোর কাজ চলমান থাকায় কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়তে হয়েছে। আশা করছি, সন্ধ্যার পর থেকে সব ট্রেন আবার সিডিউল মতোই ছাড়া হবে।’
