বার্তাকক্ষ
বন্ধু তালিকায় জায়গা না পেলেও পছন্দের মানুষের সব আপডেট পেতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আমরা অনেকের ফলোয়ার হয়ে থাকি।
ফেসবুক বাগের কারণে রাতারাতি অনেকের লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছেস্যাটলক এক্সপ্রেস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড় থেকে মেটা সিইও মার্ক জুকারবার্গও বাঁচতে পারেননি। মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯,৯৯৩-তে এসে দাঁড়িয়েছে। তার ফেসবুক পেজ থেকে এই ফলোয়ারের সংখ্যা জানা গেছে।অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ করেছেন। ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠেছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কি ভুয়া ছিল?
কার কতজন ফলোয়ার কমে গেছে ফেসবুকের দেয়াল জুড়ে আজ এটাই মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে।