বার্তাকক্ষ
বিশ্বের সব থেকে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসর শুরু হয়েছে। চলতি বছরে কানের রেড কার্পেট মাতাতে যাচ্ছেন বলিউডের বেশ ক’জন তারকা। এদের এটাই প্রথম কান উৎসবে অংশ নেয়া। এসব তারকার মধ্যে রয়েছেন আনুশকা শর্মা, সানি লিওন, সারা আলি খান, এষা গুপ্তা, মানসী চিল্লার প্রমুখ। ২০২২-এ কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে ছিলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার বলিউডের এষা গুপ্তা কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই রেড কার্পেটে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন।
এ ছাড়াও এবার রেড কার্পেটে হেঁটে স্বপ্ন পূরণ করতে চলেছেন আনুশকা শর্মা ও সারা আলি খান। রেড কার্পেটে অভিষেকের তালিকায় রয়েছেন কুমার শানুর মেয়ে শ্যানন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ও অভিনেত্রী ডলি সিং ও মৃণাল ঠাকুর। চলচ্চিত্র উৎসবের মঞ্চে অভিষেকের তালিকায় রয়েছেন আরও এক বলি অভিনেত্রী মানসী চিল্লার। এ ছাড়া প্রথমবার কানের রেড কার্পেটে দেখা যাবে সানি লিওনকে।ইতিমধ্যেই কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই অভিনেত্রী।
