কার্বন নিঃসরণ কমাতে নতুন উদ্যোগ মাইক্রোসফটের

0
10

বার্তাকক্ষ ,,কার্বন নিঃসরণ কমাতে বিশ্বের প্রযুক্তি জায়ান্টগুলো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ২০৩০ সাল নাগাদ শূন্য কার্বন নিঃসরণকারী প্রতিষ্ঠানে পরিণত হতে চাইলেও মাইক্রোসফট এখনো তেমন কোনো অগ্রগতি করতে পারেনি। তবে এক্ষেত্রে সফল হতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি রানিং টাইডের সঙ্গে কাজ করবে। এটি এমন একটি প্রতিষ্ঠান যা বড় কোম্পানিগুলোকে পরিবেশগত প্রভাব প্রশমনে সহায়তা করে। খবর গিজমোচায়না।
রানিং টাইড এর আগে স্ট্রাইপ ও শপিফাইয়ের সঙ্গে কাজ করেছে। মাইক্রোসফটের কার্বন নিঃসরণ কমানোর জন্য বর্তমানে প্রতিষ্ঠানটি সমুদ্রকে আধার হিসেবে ব্যবহার করতে চাইছে। মূল পরিকল্পনা হচ্ছে বায়োডিগ্র্যাডেবল পাত্রের মধ্যে কেল্প বা শৈবাল জন্মানো। যখন কার্বন সমুদ্রে ফেলা হবে তখন তা তলদেশ স্পর্শ করার আগে উদ্ভিদগুলো সেগুলো শুষে নেবে। কার্বন অপসারণের এ পদ্ধতি একেবারেই নতুন। তবে রানিং টাইড জানায়, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত গবেষণা ও পরীক্ষণ কার্যক্রমের মাধ্যমে ১ হাজার টন কার্বন অপসারণ করেছে। পাশাপাশি দুই বছরের মধ্যে শুধু মাইক্রোসফটের ১২ হাজার টন কার্বন অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কার্বন অপসারণ খাত বা শিল্প এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে রানিং টাইড যে উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে মাইক্রোসফটের কার্বন নিঃসরণ অনেকাংশেই কমানো সম্ভব হবে। বিজ্ঞানীদের অভিযোগ কার্বন অপসারণের পদ্ধতিটি সমুদ্রের বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলবে।