বার্তাকক্ষ
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবারই প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন আজ সোমবার ১১ বৈশাখ (২৪ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত অপর একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মূলত শপথ গ্রহণের মাধ্যমেই রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করা হয়।
