কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

0
9

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক মিয়া বগুড়া জেলা সদরের জবদারি গ্রামের আবুল হোসেরন ছেলে। স্থানীয়রা জানান, মানিক মিয়া সুন্দরপুর স্টেশনের একটু দূরে রেল লাইনের পাশে হেডফোন কানে দিয়ে বসেছিলেন। এ সময় সাগর দাড়ির একটি ট্রেন রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। কালীগঞ্জ স্টেশন মাস্টার শাজাহান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।