সোহাগ আলী, কালীগঞ্জ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পৌরসভা ও ১১ টি ইউনিয়নে একটি করে মোট ১২ টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করে তাদের মাঝে নানা ধরনের শিক্ষা ও সুযোগ-সুবিধা প্রদান করছে। ফলে কিশোর বয়সেই এই ক্লাবের সদস্যরা জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করতে সক্ষম হচ্ছে। কালীগঞ্জ পৌরসভার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন সমূহের যথাক্রমে দুর্গাপুর, উল্লা,কামালহাট, বলরামপুর, বড় সিমলা, বালিয়াডাঙ্গা, দুলাল মুন্দিয়া, মালিয়াট, বাদুরগাছা, নিত্যানন্দী ও বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০১৯ সালের ২৪ নভেম্বর কালিগঞ্জে ১২ টি কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম সারা দেশের সাথে একযোগে শুরু হয়। প্রতিটি ক্লাব নয় থেকে আঠারো বছর বয়সী ১০ জন কিশোর এবং ২০ জন কিশোরীর সমন্বয়ে গঠিত। এসব ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একজন করে সঙ্গীত ও আবৃত্তি শিক্ষক, একজন জেন্ডার প্রমোটার ও সুপারভাইজার পদে নিয়োগ প্রাপ্ত জনবল।কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: তসলিমা বেগম জানান,কিশোর-কিশোরী ক্লাব গঠনের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা সৃজনশীল কাজে নিয়জিত থাকে। কিশোর-কিশোরীদের চরিত্র গঠন ও মেধাবিকাশে এই ক্লাবের ভূমিকা অনন্য। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন , কিশোর-কিশোরী ক্লাব গঠন করার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তোলা। বর্তমানে কিশোর-কিশোরীরা নানা দিকে ঝুকে যাচ্ছে। বিশেষ করে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ায় তাদের অবাধ বিচরণ ঘটছে। অনেক ক্ষেত্রে যার খারাপ প্রভাব পড়তে দেখা যায় কিশোর-কিশোরীদের উপর। এরকম একটি সময়ে কিশোর-কিশোরীরা ক্লাব কেন্দ্রিক নিজেদেরকে ভালো কাজের সাথে যুক্ত করে নানাকিছু শিখছে।
