Saturday, September 23, 2023
Homeআন্তর্জাতিককিয়েভে ৩০ দফা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

কিয়েভে ৩০ দফা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি মাসে কিয়েভে নয়বার হামলা চালালো রুশ সেনারা। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের কারণে দুই জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানানো হয়।কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণসাগরের ওডিসা বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলীয় ভিনিতসিয়া, খেমেলনিতৎস্কি এবং ঝিতোমির অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ২৯টিই প্রতিহত করা সম্ভব হয়েছে।
এর আগে গত বুধবার খেরসন শহরের কাছে হামলার ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও ১৭ জন। এছাড়া স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিয়েভে কয়েক দফা হামলা চালানো হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
তবে এসব হামলার মধ্যেও একটি ভালো খবর হচ্ছে, দুদেশের মধ্যে শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর বিষয়ে সম্মতি জানিয়েছে রাশিয়া। গত বছরের জুলাইতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় দুদেশের মধ্যে এই চুক্তি হয়েছিল। প্রথমে ১২০ দিনের জন্য চুক্তি হলেও পরে কয়েক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর ফলে কৃষ্ণ সাগর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শস্য রপ্তানি প্রক্রিয়া চালু রাখা যাবে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার আকস্মিক হামলার পর বিভিন্ন দেশে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে সারাবিশ্বেই সংকট তৈরি হয়। এদিকে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ দুই মাসের জন্য বাড়ানো হয়েছে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমি আপনাদের একটি ভালো খবর দিতে চাই। আমাদের দেশের প্রচেষ্টা, রাশিয়ান বন্ধুদের সহযোগিতায় এবং ইউক্রেনের বন্ধুদের অংশগ্রহণে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

কানাডাসন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল

প্রতিদিনের ডেস্ক কানাডাকে ‘সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল’ বলে অভিহিত করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র...

বিশাল ঢেউয়ে সাগরে ভেসে গেল সাবমেরিনের ৭ সেনা

প্রতিদিনের ডেস্ক সাগরে বিশাল ঢেউয়ের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকার একটি সাবমেরিনের সাত সেনা ভেসে গেছেন...

বাইডেনকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মোদির আমন্ত্রণ

প্রতিদিনের ডেস্ক ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় প্যারেডে প্রধান অতিথি আমন্ত্রণ...