কুনেমানকে ভারতে উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া

0
17

বার্তাকক্ষ
নাগপুরে ছিল স্পিনারদের দাপট। দুই ইনিংসে ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ঘূর্ণি জাদু দেখান। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়া হেরে গেলেও তাদের স্পিনারদের প্রাপ্তিও কম নয়। অভিষেক টেস্টে টড মার্ফি পেয়েছেন ৭ উইকেট। দিল্লি টেস্টেও স্পিনারদের দ্বৈরথ হবে। তাই লেগস্পিনার মিচেল সুয়েপসন দেশে ফিরে যাওয়ায় আরেক স্পিনারকে ভারতে উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া। সন্তানের জন্মের কারণে সুয়েপসন সফরকারী দল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। তার বদলে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট সামনে রেখে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানকে। আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লি টেস্টে নাথান লিয়ন ও মার্ফির সঙ্গে স্পিন কম্বিনেশনে তাকে রাখা হলেও হতে পারে। কুনেমান কখনো অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট খেলেননি। ২০২২ সালের জুনে অভিষেকের পর জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডে খেলেছেন তিনি, নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ফেরাতে পারে পেস তারকা মিচেল স্টার্ককে। এছাড়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের সবশেষ অবস্থা দেখে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।