আবু হুরাইরা রাসেল, কেশবপুর
যশোর কেশবপুরে থানা পুলিশ বিশেষ অভিযান জুয়া খেলার সারাঞ্জসহ ৩ জুয়াড়িকে আটক করেছে। সূত্রে জানা গেছে(৬নভেম্বর) সোমবার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস,আই) জয় ব্যানার্জী নেতৃত্বে ফাড়ি পুলিশের একটি টিম জুয়া খেলার সারাঞ্জসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন চিংড়া গ্রামের আনছার আলী গাজীর ছেলে আব্দুর রহমান (৪২) একই গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩২) এছাড়া ধর্মপুর গ্রামের অনীল দাসের ছেলে পরিতোষ দাস (৫১) কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়, এ ঘটনায় একটি মামলা দায়ের করে তিনজনকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
