আবু হুরাইরা রাসেল, কেশবপুর
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় ৫জন কে আটক করা হয়েছে। কেশবপুর থানায় পুলিশের করা নাশকতা মামলায় আটক করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। নাশকতা মামলায় উপজেলার হাসানপুর গ্রামের গোলাম মোস্তফা সরদারের দুই ছেলে মনিরুজ্জামান মিলন (৫০) ও মোঃ আসাদুজ্জামান স্বপন(৫৮) বসুন্দিয়া গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল গনি বিশ্বাস (৫৯) মাদারডাঙ্গা গ্রামের মৃত আনছার মোড়লের ছেলে মোঃ আলতাফ হোসেন (৫৪) এবং মধ্যকুল গ্রামের এসেম আলী বিশ্বাসের ছেলে মোঃ মিজানুর রহমান (৪২)কে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের জানান, নাশকতা মামলার আসামি হিসেবে এদের আটক করে আজ (১৭নভেম্বর) শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
