সোহেল পারভেজ, কেশবপুর :
কেশবপুরে যক্ষায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬২ জন। ৯ মাসে ১১ জনের মৃত্যু হয়েছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক শাখা সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় যক্ষায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বর্তমান হাসপাতালে তত্ত্বধায়নে চিকিৎসাধীন ২৬২ জন রোগী। ৯ মাসে যক্ষায় আক্রান্ত হয়ে ১১জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। এরমধ্যে গত জানুয়ারী মাসে ৪২, জন, ফেব্রুয়ারিতে ৩৬, মার্চে৩৬, এপ্রিল মাসে ১২, মে মাসে ১৫, জুন মাসে ৩৩ জুলাই মাসে ৪৫, আগস্ট মাসে ৬৭ ও সেপ্টেম্বর মাসে ৬১ জন যক্ষায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরমধ্যে গত এপ্রিল মাসের পর যক্ষায় আক্রান্ত ২৬২ জন রোগী সরকারি সহযোগিতায় ও হাসপাতালের তত্ত্ববধায়নে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এপ্রিল মাসে ১২, মে মাসে ১৫, জুন মাসে ৩৩ জুলাই মাসে ৪৫, আগষ্ট মাসে ৬৭ ও সেপ্টেম্বর মাসে ৬১ জন যক্ষায় আক্রান্ত রোগীকে সরকারিভাবে নিজ বাড়িতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক সহকারী নাজমুল করিম বলেন, যক্ষা রোগ নিয়েন্ত্রনের জন্য জন-সচেতনতা বৃদ্ধি করা দরকার। যেহেতু হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। তাই হাসপাতালের অধীনে ২৬২ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। করোনার চেয়ে যক্ষা রোগের ভয়াবহতা এ উপজেলায় অনেক বেশি। যক্ষা রোগ নিয়েন্ত্রনের জন্য সরকারিভাবে আরো জন সচেতনতা বৃদ্ধি করা দরকার।