আবু হুরাইরা রাসেল, কেশবপুর
কেশবপুর অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার উদ্যোগে ২১শে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি কেশবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কেশবপুর মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে কেশবপুর অসারপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)জহিরুল আলম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুনার রশীদ বুলবুল অনুষ্ঠানে আগত বক্তারা ২১ শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা সংগঠনের সদস্য এবং বিভিন্ন পদের নেতৃবৃন্দ।
