কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান ।
খেলায় কেশবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালক) টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যা¤িপয়ন হয়। একই মাঠে গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় (বালিকা) ১-০ গোলের ব্যবধানে টিটাবাজিতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে।
কেশবপুরে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Published on