বার্তাকক্ষ
কোরবানির জন্য অনেকেই গাভী গরু কিনে থাকেন। ঘটনাচক্রে যদি ওই গাভীর ওলানে দুধ থাকে, তাহলে কি তা পান করা যাবে?
উত্তর হলো— না। কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি কেউ দুধ পান করেই ফেলে, তাহলে ওই দুধের মূল্য পরিমাণ অর্থ গরিবদের সদকা করে দিতে হবে।এক্ষেত্রে সতর্কতা হলো— যদি বোঝা যায় যে কোরবানির জন্য কেনা গাভীর দুধ দোহন না করলে পশুর কষ্ট হবে না, তাহলে দোহন না করা। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেওয়া। এতে দুধের চাপ কমে যায়।
কিন্তু যদি দোহন না করলে পশুটির কষ্ট হবে বলে মনে হয়, তাহলে দোহন করে ওই দুধ সদকা করে দেবে আর নিজে পান করলে তার মূল্য সদকা করবে।
তথ্যসূত্র : মুসনাদে আহমদ ২/১৪৬, রদ্দুল মুহতার ৬/৩২৯ ও ফতোয়ায়ে আলমগীরী ৫/৩০১
লেখক: গণমাধ্যমকর্মী; শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা।
