প্রতিদিনের ডেস্ক
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এ পর্যন্ত তার চেয়ে বেশি রান রয়েছে কেবল রাচিন রবীন্দ্র (৫৬৫), কুইন্টন ডি ককের (৫৫০)। ৮ ম্যাচে তার সংগ্রহ ৫৪৩। বিরাট এই পারফরম্যান্সে মুগ্ধ স্বয়ং স্যার ভিভিয়ান রিচার্ডস। আইসিসির ওয়েবসাইটে বিরাটকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে চিহ্নিত করেছেন ভিভ। নিজের কলামে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ব্যাটসম্যান লিখেছেন, এই বিশ্বকাপে অনেক প্রতিভাবান ক্রিকেটার খেলে চলেছে। কিন্তু এদের মধ্যে সেরাকে বাছতে হলে, বিরাট কোহলির বাইরে আর কোনো নাম ভাবা সম্ভব নয়। আমি বিরাটের বিশাল ভক্ত এবং, সেটা অনেক দিন থেকেই। বিরাট দেখিয়ে দিচ্ছে, কেন ওকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখতেই হবে। একেবারে সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটারদের পাশে। তিনি আরও লিখেছেন— বিশ্বকাপের আগে বিরাটকে একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ওই সময় কিছু সাহসী লোক তো ওকে সরিয়ে দেওয়ার কথাও বলেছিল। যারা ওই সময় বিরাটের পাশে দাঁড়িয়েছিল, তাদেরও কৃতিত্ব দিতে হবে। কত কথা বলা হয়েছিল বিরাটের ফর্ম নিয়ে। এখন ও আবার নিজের সেরাটা তুলে ধরছে বাইশ গজে। কঠিন সময় পার করে আবার স্বমহিমায় নিজেকে তুলে ধরার মধ্যে দিয়েই বিরাট বুঝিয়ে দিয়েছে, ও অসাধারণ এক জন ক্রিকেটার। কোথায় বিরাট বাকিদের থেকে আলাদা? ভিভের ব্যাখ্যা, ওর মানসিক শক্তির কোনো তুলনা নেই। নিজের প্রতি সব সময় আস্থা রাখে বিরাট। অতীতে আমি ওর সঙ্গে অনেক কথা বলেছি। তখনই ওর মানসিক শক্তির আঁচ পেয়েছিলাম। সেই শক্তিটাই ওকে এই জায়গায় নিয়ে এসেছে। খুব কম লোকই আছে, বিরাটের মতো ধাতুতে তৈরি।
