প্রতিদিনের ডেস্ক
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে নামছে। ম্যাচটি ঘিরে দারুণ উত্তেজনা সর্বত্র। দুই দলের মধ্যে শক্তির ব্যাপক পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে মুখোুমখি লড়াইয়ে আধিপত্য বাংলাদেশকে আশাবাদী করে তুলেছে। ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম চাঞ্চল্যকার কিছু তথ্য জানিয়েছেন। ক্রিকেট ম্যাচে স্লেজিং একটা অবিচ্ছেদ্য অংশ। ব্যাটারদের মনোযোগ বিঘ্ন ঘটাতে উইকেটরক্ষক এবং ব্যাটারদের কাছাকাছি অবস্থানে ফিল্ডিং করা ফিল্ডাররা এই কাজটি করে থাকেন। তবে বিরাট কোহলির বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেন মুশফিকুর রহিম। কারণ ব্যাখায় বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক কাম ব্যাটার বলেন, বিরাট কোহলিকে স্লেজিং না করাটাই ভালো। কেননা স্লেজিং করলে সে আরও ভালো ব্যাটিংয়ে মনোযোগী হয়। স্লেজিং করার পরিবর্তে বিরাট কোহলি উইকেটে মানিয়ে নেওয়ার আগে তাকে আউট করার জন্য বোলারদের পরামর্শ দিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটার। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে মুশফিকুর রহিম বলেন, কিছু ব্যাটার আছেন যারা স্লেজিং পছন্দ করেন এবং ভালো ব্যাটিংয়ে উদ্বুদ্ধ হন। কোহলি তেমন একজন, সুতরাং আমি তাকে কখনো স্লেজিং করিনি। বরং তাকে দ্রুত আউট করার জন্য আমি আমার বোলারদের বলি। অন্যদিকে আমার ব্যাটিংয়ের সময় কোহলি আমাকে স্লেজিং করে। কারণে সে একজন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়। সে কখনোই হারতে চায় না।তার সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতা খুব ভালো লাগে।
