বার্তাকক্ষ
গুগল ক্রোম বর্তমানে ব্রাউজার প্লাটফর্মের ৬৬ দশমিক ১৩ শতাংশ দখলে রেখেছে। ক্রমাগত উন্নয়ন এবং উদ্ভাবনে ব্রাউজারটি বেশ পরিচিত। সর্বশেষ ক্রোম ১১৩তম আপডেটে ব্রাউজারটিতে ওয়েবজিপিইউ ফিচার চালু করেছে গুগল। নেটওয়ার্ক পারফরম্যান্স বাড়ানো, ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার এবং ডাটা সেন্টারের লোড কমানোর লক্ষ্যে এ ফিচারটি যুক্ত করা হয়েছে। খবর গিজমোচায়না।
ওয়েবজিপিইউ সম্পর্কে গুগল বলছে, অনলাইন সুরক্ষা নিশ্চিত করা, ব্রাউজারের কার্যকারিতা বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিষেবা যুক্ত করার মাধ্যমে এটি ব্যবহারকারীর জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা উপহার দেবে।
ওয়েবজিপিইউর সংযোজন ব্রাউজারের পারফরম্যান্স ও নিরাপত্তা বাড়াবে। গুগল ক্রোমের জন্য একটি দারুণ সংযোজন। ভবিষ্যতে এআই টাস্কগুলোয় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যার মধ্যে টেক্সট-টু-ইমেজ কনভার্ট এবং এআই প্রসেসিং অন্তর্ভুক্ত থাকবে। এ কাজগুলোর জন্য ওয়েবজিপিইউ ব্যবহার করে ক্রোম ব্যবহারকারীরা বেশ কয়েকটি সুবিধা উপভোগ করতে পারেন। যেমন উন্নত নেটওয়ার্ক স্টাবিলিটি এবং ডাটা নিয়ন্ত্রণ। গুগলের দাবি, ওয়েবজিপিইউ সংহতকরণের মাধ্যমে ওয়েব পারফরম্যান্স, ডাটা সেন্টারের এফিশিয়েন্সি এবং এআই অ্যাপ্লিকেশন সুরক্ষায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। এটি স্বতন্ত্র ব্যবহারকারী এবং প্রতিষ্ঠান উভয়ের জন্য সুবিধাজনক।
প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনের সঙ্গে সঙ্গে নেটিভ এআই প্রসেসিং এবং ক্রস-ব্রাউজার সহায়ক ফিচার সংহতকরণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিষয়টির গুরুত্ব দিয়ে ‘মজিলা ফায়ারফক্স’, অ্যাপলের ‘সাফারি’ এবং মাইক্রোসফটের ‘মাইক্রোসফট এজ’-এর সঙ্গে সমন্বয় করে একটি ‘বেজলাইন’ প্রকল্প হাতে নিয়েছে গুগল। এ উদ্যোগের লক্ষ্য, এমন একটি মানসম্মত ফিচার তৈরি করা যার ওপর ওয়েব ডেভেলপাররা নির্ভর করতে পারে এবং যা সব প্রধান ব্রাউজারগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করতে পারে। এছাড়া চূড়ান্ত লক্ষ্য হলো, ব্যবহারকারীর জন্য একটি ভালো অভিজ্ঞতা তৈরি , ওয়েব ডেভেলপমেন্ট প্রক্রিয়াগুলো সহজ এবং একটি নিরাপদ অনলাইন পরিবেশকে উৎসাহিত করা।
ক্রোমের পারফরম্যান্স ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে ওয়েবজিপিইউ
Published on
