বার্তাকক্ষ ,,ক্লাবহাউজের ক্লোন হিসেবে দুই বছর আগে টক চালু করে রেডিট। ২১ মার্চ থেকে লাইভ অডিও চ্যাট প্লাটফর্মটি বন্ধ হয়ে যাচ্ছে। কভিড-১৯ মহামারীর সময় যাত্রা হলেও এতদিন পর্যন্ত ফিচারে কোনো পরিবর্তন আনেনি রেডিট। এক পোস্টে রেডিট জানায়, প্লাটফর্মে অডিও চ্যাটিং সুবিধা যুক্ত করার আগে ব্যবহারকারীর জন্য এটিকে আরো সুবিধাজনক ও সহজ করতে হবে। পরিবর্তনের পাশাপাশি টকের কার্যক্রম চালানোর কথা জানালেও অডিও ভেন্ডর কার্যক্রম গুটিয়ে নেয়ায় রেডিটও সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এনগ্যাজেট