মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। হতদরিদ্রদের ৩০ কেজি চালের পরিবর্তে ২৮ কেজি দেয়া হচ্ছে। উপজেলার নাটিমা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মানিক মিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার নাটিমা ইউনিয়নে ২৭৬ জন উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র, ভূমিহীন কৃষক, দিনমজুর, উপার্জনে অক্ষম ব্যক্তিদের নাম ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করে ডিজিটাল মিটারে চাল ওজন করে বিতরণ করার কথা। কিন্তু নাটিমা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মানিক মিয়া সরকারি নির্দেশনা অমান্য করে প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ১৫ টাকা কেজি দামের চাল ৩০ টাকা কেজি দাম ধরে বিক্রি করেছেন। এমনকি চাল পরিমাণেও কম দিচ্ছেন। ৩০ কেজির বদলে ২৮ কেজি চাল দিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকা আবু হেনা মোস্তফা কামাল জানান, এ ধরণের অনিয়ম হওয়ার কথা না। কিন্তু ডিলার যদি অনিয়ম করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।