কয়রা সংবাদদাতা :
খুলনা জেলার কয়রা থানার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নের এক ইউপি সদস্য ও ডিলারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজির চাল (বর্তমানে ১৫ টাকা) কার্ডধারীদের না দিয়ে নিজস্ব লোকজনকে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকার প্রতিবছর মার্চ-এপ্রিল, অক্টোম্বর-নভেম্বর ও ডিসেম্বর ৫ মাস কার্ডধারী হতদরিদ্রদের প্রতিমাসে স্বল্প মূল্যে ৩০ কেজি চাল ডিলারের মাধ্যমে দিয়ে থাকেন। কয়রা উপজেলার ৭ নং ওয়ার্ডের ভাগবায় তাসলিমা বেগম, মনোয়ারা বেগম, শহিদুল, ফরিদা বেগমসহ আরো অনেকের নামে কার্ড থাকলেও গত এক বছরে একবারও চাল পাননি তারা। বঞ্চিত কার্ডধারীরা জানান, তাদের নাম অনলাইনে থাকার পরেও তাদেরকে চাল দেয়া হচ্ছে না এবং বরাদ্দকৃত জিআর চাল কার্ডধারীদের না দিয়ে কোন তালিকা না নিয়েই মনগড়া ভাবে বিতরণ করেছেন। এতে করে প্রকৃত কার্ডধারীরা চাল না পেলেও তাদের মনোনীত পছন্দের ব্যক্তিরা পেয়েছেন। তারা আরও বলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম শাফী ও ডিলার হতদরিদ্র কার্ডধারীদের চাল না দিয়ে নিজস্ব লোকজনকে দিচ্ছেন।