খালি পায়ে সিনেমার প্রচারণা

0
8

বার্তাকক্ষ ,,আগামী ১৪ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অভিনীত ‘শকুন্তলম’। সম্প্রতি টুইটারে এ খবর ঘোষণা করেছে ছবিটির প্রযোজনা সংস্থা। আর এবার হায়দরাবাদের পেদাম্মা মন্দিরে খালি পায়ে হেঁটে মন্দিরে পূজা দিয়ে এ ছবির প্রচার শুরু করেন অভিনেত্রী। সামান্থার খালি পায়ের ছবিটি নেট দুনিয়ায় এখন ভাইরাল।