খুলনা সংবাদদাতা
খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে বসন্ত উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বসন্ত মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা অনলাইন শপিং এর প্রতিষ্ঠাতা ফাতেমা আফরোজ, সদস্য ফারিয়া রহমান, মিসরাত মুক্ত আশা, শিমু, সিম্পা, রুকাইয়া প্রমুখ। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রবিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৫৪টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।