খুলনায় ১৫০ কেজি হরিণের মাংস জব্দ

0
18

বার্তাকক্ষ ,,খুলনায় ১৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে হরিণের ১৫০ কেজি মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ দুটি নৌকা উদ্ধার করা হয়। বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে শিকারিরা পালিয়ে যান।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।