Sunday, May 28, 2023
Homeশিক্ষাখুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের ঘটনায় শিক্ষক সমিতি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের ঘটনায় শিক্ষক সমিতি

Published on

সাম্প্রতিক সংবাদ

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরুক

অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার খবর পুরনো। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা...

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...

বার্তাকক্ষ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৭৩ শিক্ষকের (সাত জন সহকারী অধ্যাপক ও ৬৬ জন প্রভাষক) নিয়োগ বাতিল সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শুক্রবার ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষকদের নিয়োগের সিলেকশন বোর্ডে ‘বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ’ সদস্য অন্তর্ভুক্ত না থাকার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। যার পরপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বাতিলের নির্দেশনা দেয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ পর্যালোচনা করে দেখতে পায়, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগ বাছাই কমিটিতে (বোর্ড) বিশেষজ্ঞ (বিষয় ভিত্তিক) সদস্য রাখার বিধানটি বাধ্যতামূলক, কিন্তু সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের ক্ষেত্রে উক্ত বিধানের বাধ্যবাধকতা নেই। কাজেই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইনের সঙ্গে সাংঘর্ষিক একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় সংখ্যক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা লক্ষ্য করছি যে, উদ্ভূত পরিস্থিতি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা তথা সার্বিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যা সারা দেশের উচ্চশিক্ষার পরিবেশকেও নেতিবাচকভাবে ব্যাহত করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়ে, একটি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনার মতো সিদ্ধান্ত সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের পথে এমনকি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও বিরূপ প্রভাব ফেলতে পারে। যা সমগ্র দেশ ও জাতির জন্যই সমূহ অকল্যাণকর। তাই স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গভীর উদ্বেগ প্রকাশ করছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনাটি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৫ শিক্ষক

খুবি সংবাদদাতা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ শিক্ষাদান ও...

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত

বার্তাকক্ষ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের...

রাবির ভর্তি পরীক্ষা: ৩ ট্রেনের ছুটি বাতিল, ৫টিতে অতিরিক্ত কোচ

বার্তাকক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা...