প্রতিদিনের ডেস্ক
ইসরায়েল ও ফিলিস্তানের মধ্যকার চলমান সংঘাত থামার কোনো লক্ষণ নেই। দিনদিন বেড়েই চলছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। এই সংঘাতে ফিলিস্তানের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক তারকা। এবার গাজায় হত্যা বন্ধে বিশ্বনেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘এরকম সময়ে কথা বলা সহজ নয়, অনেক বেশি সহিংসতা এবং খুব বেশি হৃদয়বিদারক বর্বরতা চলছে। প্রতিটি জীবনই মূল্যবান এবং সবার জীবন অবশ্যই রক্ষা করা উচিত।’ বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে সালাহ বলেন, ‘গত রাতে হাসপাতালের দৃশ্যগুলো ভয়ঙ্কর ছিল। গাজার জনগণের জরুরিভাবে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রয়োজন। নিরীহ মানুষের হত্যা বন্ধে আমি বিশ্ব নেতৃত্ববৃন্দকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। মানবতা অবশ্যই জয়ী হবে।’
