প্রতিদিনের ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ১০০০ রুশ নাগরিক ও তাদের পরিবার-পরিজন আটকা পড়েছেন বলে জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া এ তথ্য জানিয়েছেন। খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের। ফিলিস্তিন ইস্যুতে বুধবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা জানান রাশিয়ার স্থায়ী সদস্য ভাসিলি নেখেনজিয়া। এসময় তিনি বলেন, ইসরায়েলের অবরোধের মুখে পড়ে চরম মানতের জীবন যাপন করছেন গাজায় আটকে পড়া রাশিয়ার ওই ১ হাজার নাগরিক। তাদের নিরাপত্তার জন্য দ্রুত গাজার রাফা সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।কারণ, গাজা উপত্যকার ২০ লাখের বেশি মানুষ এখন ইসরায়েলের অবরোধের কারণে চরম জ্বালানি ও খাদ্য শংকটে ভোগছেন। এদের সঙ্গে আটকে পড়া রুশ নাগরিকরাও চরম খাদ্য শংকট ও নিরাপত্তাহীনতায় ভোগছেন। তিনি আরও বলেন, গাজায় স্থল অভিযানের নামে ‘হত্যাযজ্ঞ’ চালানোর জন্য ইসরায়েল যে পস্তুতি নিয়েছে, রাশিয়া তাতে গভীর উদ্বেগের মধ্যে আছে। গত ৭ অক্টোবর হামাসের অভিযানের পর গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।মঙ্গলবার রাতে সেখানে একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে ৫ শতাধিক বেসামরিক লোককে হত্যা করেছে ইসরায়েল।
