রাজগঞ্জ প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের রোহিতা ইউনিয়নের গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা ও কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহম্মদের নেতৃত্বে শিক্ষকরা ম্যানেজিং কমিটির নতুন সভাপতি ও রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাবেক এডহক কমিটির সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ছেলে ও আওয়ামী লীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। উপস্থিত ছিলেন, নতুন কমিটির অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, মোমিনুর রহমান, ঝরনা রাণী সরকার, সাধারণ শিক্ষক সদস্য ফরিদ উদ্দিন, মুজিবর রহমান, মালতী বিশ্বাস প্রমুখ।