বার্তাকক্ষ
মূল্যস্ফীতির প্রভাবে গেমিং খাতে বড় ধরনের বিপর্যয়ে রয়েছে এনভিডিয়া। তবে মুনাফা কমলেও এ খাতে বিনিয়োগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি প্রতিষ্ঠান। মিড রেঞ্জের চিপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ফিচার যুক্ত করার কথা জানিয়েছে এনভিডিয়া করপোরেশন। গেম গ্রাফিকসের উন্নয়নেই এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
আরটিএক্স ৪০৭০ চিপটি শিগগিরই বাজারজাতের কথা রয়েছে। এর দাম ৫৯৯ ডলার। প্রতিষ্ঠানটির মধ্যম মানের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) মানের কাছাকাছি এটি। জিপিইউর দাম ১ হাজার ৬০০ টাকার মতো। গেম ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম স্টিমের মার্চের জরিপের তথ্যানুযায়ী, আরটিএক্স ৩০৬০-এর উন্নত ভার্সন এটি।বাজারে বর্তমানে ৩০৬০ জনপ্রিয়তার দিক থেকে চতুর্থ অবস্থানে।
এনভিডিয়ার ডাটা সেন্টার চিপগুলোকে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ফলে সাম্প্রতিক বছরগুলোয় কোম্পানিটির আয় বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট ২ হাজার ৬৯০ কোটি ডলারের মধ্যে এক-তৃতীয়াংশই গেমিং চিপ থেকে এসেছে। যদিও সামগ্রিকভাবে কম্পিউটারের বৈশ্বিক বাজারে চাহিদা না থাকায় গেমিং খাতের আয় ২৭ শতাংশ কমেছে।
এনভিডিয়ার চিপগুলো কম্পিউটারের ভিডিও গেমসগুলোকে ভালো রেজল্যুশনে ইমেজ রেন্ডারের সুবিধা দেয়। ফলে খেলার সময় আরো বাস্তবসম্মত অভিজ্ঞতা পাওয়া যায়। এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারকারী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের চিপ হবে ৪০৭০।
ডিসপ্লেতে প্রতি পিক্সেল মূল্যায়নের পরিবর্তে এনভিডিয়ার নতুন গেমিং চিপ এআই ব্যবহারের মাধ্যমে প্রতি আটটির মধ্যে সাতটি পিক্সেল কেমন হবে সেটি নির্ধারণ করবে। এক সাক্ষাৎকারে এনভিডিয়ার জিফোর্স পণ্য বিভাগের সিনিয়র ডিরেক্টর জাস্টিন ওয়াকার বলেন, ‘গেম চলচ্চিত্রের মতো আগে থেকে ধারণ করা হয় না। এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, চলমান এবং এতে কমান্ড দেয়া যায়। তাই আমার পক্ষে দুটি ফ্রেমের মাঝে হাফ ফ্রেম বসাতে পারি না।’
