প্রতিদিনের ডেস্ক
বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিককে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান করানোর পরই আসল অবস্থা বোঝা যাবে। বিশ্বকাপে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টস হেরে বল করতে নামে ভারত। শুরুটা ধীরস্থির ভাবে করলেও ৫ ওভার পর থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজীদ হাসান তামিম। বিশেষ করে জুনিয়র তামিম ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। বাংলাদেশ ইনিংসের নবম ওভারেই ঘটে অঘটন। তখন বল করতে আসেন হার্দিক। দ্বিতীয় বলে লিটনের হাতে চার খেয়েছেন। হার্দিকের তৃতীয় বলটিতেও স্ট্রেট ড্রাইভ করেন তিনি। কিন্তু সেই বলটা পা দিয়ে আটকাতে গিয়ে বিপদ ডেকে আনেন হার্দিক। ঠিক সেই সময় পড়ে গেলে তার গোড়ালিতে মোচড় লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন ভারতের এই অলরাউন্ডার। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বল হাতে নেওয়ার পর হাঁটতেই পারছিলেন না। ফলে পুরো ওভার বল না করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। হার্দিকের অসম্পূর্ণ ওভারটি শেষ করেন বিরাট কোহলি। ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার বল করেছিলেন বিরাট। তারপর আবার ২০২৩ সালে তাকে বল করতে দেখা গেলো। প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সেবার অবশ্য তার চোট ছিল পিঠে। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে লম্বা সময় লেগেছিল। নতুন ইনজুরি নিয়ে অবশ্য এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই আসল অবস্থা বোঝা যাবে।